. মাতৃপূজা
মা বসে আর আমি বসে ভাবনা কিছুই নাই
সকাল সাঁঝে চরণতলে মায়েরই গান গাই।
মা-ই আমার শিক্ষাগুরু
তাঁর হাত ধরে লেখা শুরু
জ্ঞানের আলো জ্বালাও মাগো এটাই শুধু চাই।
সকাল সাঁঝে মাগো আমি তোমারই গান গাই।
তুমিই আমার সব দেবতা তোমাতে নির্ভর
বাইরে কিছুই যায় না দেখা অন্তরে নির্ঝর।
নিজের লেখা মন্ত্র বলি
বাংলাতে তা আউড়ে চলি
তোমার আলোয় আলোকিত সবই দেখতে পাই
দিনে সূর্য রাতে চন্দ্র রাস্তা না-হারাই।
© জয়শ্রী কর