# #জয়শ্রী কর#
মাতৃবন্দনা
মায়ের চরণ ছুঁয়ে শির ঠেকালাম ভুঁয়ে
শিরে হাত দিয়ে মাগো আশীর্বাদ করো,
কে, যখন শুধালাম উচ্চারিত হলো নাম
তুমি তো আমার কাছে সবচেয়ে বড়ো।
যাবে ধরাধাম ছাড়ি কোন দেশে দেবে পাড়ি
মায়ের হৃদয় করুণার প্রস্রবণ,
বিদায়কালীন বাণী চেপে ধরে হাতখানি
বলে ধীরে ধীরে ঠিক আগের মতন।
অনটনের আবহে বড় করে জ্বালা সহে
মা-ই মানুষ গড়ার সেরা কারিগর,
প্রগতিশীল রমণী মমতাময়ী জননী
দরাজ হৃদয়, রাখে সবার খবর।
সজল নয়ন তাঁর বৈতরণী পারাপার
ঘুম ঘুম চোখে ঝরে বাদলের ধারা,
ঠোঁটে সকরুণ হাসি বাজে না মধুর বাঁশি
চিরকাল মা তো বিরাম-বিশ্রামহারা।
পিতামাতা কোহিনুর গান কবিতার সুর
আঁধার সরিয়ে আনে শুচিস্নিগ্ধ ভোর,
কর্ম করে অবিরত করেছে সাধনা কত
অরুণকিরণে কাটে কুয়াশার ঘোর।
প্রকাশ করেনি আশা অফুরান ভালোবাসা
সযতনে রেখেছিল আঁচলছায়ায়,
অক্ষমতা ব্যথা তাঁর অবরুদ্ধ কন্ঠ মা'র
ধ্বনিত হবে না সুর ও' মনোবীণায়।
জননী তো জ্যোতিষ্মান সূর্য সর্বশক্তিমান
বটবৃক্ষের মতোই জননী আমার,
আজ বড় অসহায় এ মন তোমারে চায়
চরণ স্মরণ করি নীরবে তোমার।