* #জয়শ্রী কর#
লিমেরিক
মরদ আমার গোঁফ রেখেছে লকডাউনের জন্য
বললে বলে, বেরোই না তো লাগুক আমায় বন্য।
শুনছিল বোন আড়াল থেকে
ইশারাতে বলল ডেকে
কাঁচিটা দাও কেটে দিলে ফিরবে সেই লাবণ্য।