মার ঝাড়ু মার
জয়শ্রী কর

ময়লা আবর্জনা যদি ঢোকে ঘরে
দুবেলা করলে ঝাড়ু সব যায় সরে।
যদি পথ আটকায়
ঝাঁটা দেখে ভয় পায়
তখন সুগম পথ দ্রুত সরে পড়ে।