মানুষও পরিযায়ী
জয়শ্রী কর
শীত পড়লেই নিজভূমি ছেড়ে
আসে পরিযায়ী পাখি
যতদিন ওরা রইবে এখানে
আমরা খুশিতে থাকি।
গাছের শাখায় রাত্রি যাপন
দিনভর চলে খেলা
একটু ওমের আশায় এসেছে
ওখানে তুষার মেলা।
কলকাকলিতে ভরে পরিবেশ
দর্শক করে ভিড়
ডানা মেলে ওরা রৌদ্র পোহায়
এ যে শান্তির নীড়।
স্বাগত জানায় আট থেকে আশি
শিস দিয়ে মন জয়
এটাই ওদের দ্বিতীয় আলয়
পরমানন্দে রয়।
কাজের জন্য অন্য রাজ্যে
যখন জমায় পাড়ি
পরিযায়ী নাম পেয়ে যায় এরা
ছেড়ে গেলে ঘরবাড়ি।
কাজ ফুরোলেই ফিরে আসে এরা
ফের সন্ধানে যায়
ফিরে গেলে দেশে এ বছরে আর
পাখি নয় পুনরায়।
© জয়শ্রী কর