মহা শক্তিধর সূর্য
জয়শ্রী কর
স্বর্ণকান্তি দিনমণি
তোমার ভ্রূকুটিতে
কতকিছু ঘটতে দেখি
মাটির পৃথিবীতে।
ঝরে যখন অগ্নিশিখা
বাড়ে প্রাণের ব্যথা
প্রখর তাপে শস্য ক্ষেতে
কাতর নীরবতা।
সৃষ্টি থেকেই ভুবন জুড়ে
টানো খুশির রেখা
কেমন করে রাঙিয়ে রাখ
সারাজীবন একা।
কোত্থেকে পাও শক্তি এত
জোগায় কে জ্বালানি
কবে থেকে চলছে এমন
আমরা নাহি জানি।
পুব আকাশে সকালবেলা
যখন দেখা মেলে
উদ্ভাসিত করতে তুমি
মরীচি দাও ঢেলে।