মধুর সম্পর্ক
জয়শ্রী কর
নাতি-নাতনি আদরের ধন
থাকে সবাই অনেক দূরে
যত দূরেই থাক-না কেন
আছে আমার হৃদয়জুড়ে।
ওদের ছবি ভেসে ওঠে
যখনতখন কাজের মাঝে
তখন ভীষণ উদাসী হই
বিষণ্ণতার বাঁশি বাজে।
ওদের সাথে গল্প করি
সেলাই শিখাই ছবি আঁকি
যখন আসে আমার কাছে
সারাটি ক্ষণ আগলে রাখি।
ওরা যেমন আনন্দ পায়
আপনজনকে কাছে পেয়ে
আমিও থাকি খোশমেজাজে
গুনগুনিয়ে উঠি গেয়ে।
বাঁচার মতো বাঁচতে গেলে
সুসম্পর্ক রাখতে হবে
এ সংসারে তাই এসেছি
নিত্য স্মরণ করবে তবে।
নাড়ির সাথে নাড়ির টানে
পরানে প্রেম বিরাজ করে
আমার আদর ভালোবাসা
আলোর মতো ছড়িয়ে পড়ে।
© জয়শ্রী কর