মারণ বজ্রপাত
জয়শ্রী কর
দুটি প্রাণ চলে গেল বজ্রপতনে
বসুমাতা রেখেছিল কোলেতে যতনে।
প্রকৃতির এ কী খেলা আকাশের তলে
চমক ধমক দিয়ে প্রাণ নিয়ে চলে।
বিজুলির কশাঘাতে কেঁপে ওঠে ধরা
লেলিহান শিখাতেই পুড়ে গেল ত্বরা।
চারিদিকে পাতা ছিল শিরে ছিল ঘট
দিবানিশি ছিল জেগে, পাশে জাম বট।
ওরই শিরে কত পাখি বেধেছিল নীড়
দিবারাত গান গেয়ে জমাতো যে ভিড়।
কড়কড় গড়গড় আওয়াজ তুলে
ধরাতলে ছুটে আসে আলোভরা ফুলে।
রোদে পুড়ে জলে ভিজে দিয়েছে সে ফল
দাবদাহে বিলিয়েছে তৃষাতুরে জল।
সব সয়ে বোবা হয়ে চেয়ে আছে আজ
আজ আর নেই তার পাতাভরা সাজ।
কান্ডটা আছে শুধু নিরাশার বাস
তিলে তিলে ব্যথা সয়ে হয়ে গেল লাশ।