গতকাল (০৪ আষাঢ় ১৪২৭, বৃহস্পতিবার) অপরাহ্ন ২-৪০ মিনিটে
মা আমাদের মায়া ত্যাগ করে অমর্ত্যলোকে চলে গেছে।
তাঁর শ্রীচরণে জানাই আমার বিনম্র প্রণাম।
মায়ের আত্মার চির শান্তি কামনা করি।
# ।।** মা **।।
তুমি আজ কাছে নেই দিতে ভরসা
আমায় একলা ফেলে গেলে সহসা।
কী যে করি কোথা যাই
ধারেকাছে কেহ নাই
কোথা গেলে বল পাই করুণ দশা
এতদিন ছিলে কাছে দিতে ভরসা।
তুমি নাই, তুমি নাই লাগে একেলা
একা ছেড়ে গেলে চলে বিকেলবেলা।
বাতায়নে বসি একা
আস যদি পাব দেখা
এঁকে যাবে পদরেখা ভাসাবো ভেলা
পথপানে চেয়ে আছি আমি একেলা।
ভেসে আসে চেনা গান নদীকিনারে
কান পেতে শুনি যেন ডাকিছে কারে।
ঢেউ হাসে খলখল
তটিনীর কোথা তল
তরি বুঝি টলমল, নেবে আমারে
চুপ করে বসে আছি নদীকিনারে।
এখন কোথায় তুমি কোন কাননে
আমারে কি নিয়ে যাবে সবুজ বনে?
কড়া নাড়ি গিয়ে দ্বারে
মনে পড়ে বারে বারে
তুমি নাই বলি করে দেখি স্বপনে
বল তুমি কোথা থাক কোন কাননে।
চোখে কি পড়ে না মাগো আছি কী বেশে?
দেখনি কোথায় আমি চলেছি ভেসে।
কত গান কত হাসি
তোমারে যে ভালোবাসি
কোথায় হারিয়ে গেলে এক নিমেষে
দেখা দাও মাগো তুমি বারেক এসে।