*#জয়শ্রী কর#
কোথায় গেল নতুন জামা
ও দিদি ভাই বলছি তোমায়
রথ তো চলে গেল
নতুন জামা দিলে না তো
কেমন এলোমেলো।
সোনা আমার মিষ্টি দিদি
আটকে গেছি ঘরে
দোকান বাজার বন্ধ এখন
কিনব কেমন করে।
মোবাইলে বলছে কথা
আসছে ভেসে কানে
প্রতিবছর দিদি এলে
জমত আসর গানে।
আদর করে বলত দিদি
বস রে তোরা কাছে
মাসিমা কে ডাক দে এবার
অনেক কথা আছে।
চার দেয়ালে আটকে আছি
দেখছি দিদির হাসি
হেসে হেসে বলছে দিদি
তোদের ভালবাসি।