লিমেরিক : ধরি মাছ না ছুঁই পানি
জয়শ্রী কর
কাকপক্ষী টের পায় না পৌঁছে যাচ্ছে হাঁড়ি
বউয়ের খুশি উছলে পড়ে আবদার চাই গাড়ি।
এত রসদ পাচ্ছে কোথায়
কীভাবে ওর এত উপায়
কেমন করে তাঁর নাগরের হচ্ছে পকেট ভারি?
------
লিমেরিক : গাছে কাঁঠাল গোঁফে তেল
জয়শ্রী কর
চাকরি দেওয়ার লোভ দেখিয়ে লুটছে দেদার টাকা
কবে চাকরি পাব দাদা বললে বদন বাঁকা।
দুটি বছর পেরিয়ে গেল
তখন আমার খবর এল
আদালতে কেস চলছে আমার ভুবন ফাঁকা।