লাঠি
জয়শ্রী কর
লাঠি দেখলে কুকুর পালায়
বিড়ালও যায় স'রে
বিড়াল একটু দূরে বসে
কুকুর ছোটে জোরে।
লাঠিকে ভয় আমিও পাই
যখন মায়ের হাতে
কবুল করি ভুল হয়েছ
পড়বো মা গো রাতে।
লাঠিখেলায় পারদর্শী
লাঠিকে ভয় করে
বাবার হাতে লাঠি দেখলে
দাদার অশ্রু ঝরে।
ঠামি তুমি বেড়াতে যাও
সঙ্গে লাঠি নেবে
পথের কুকুর তেড়ে এলে
তখন অভয় দেবে।
বয়সকালে লাঠিই সাথি
রইবে না কেউ কাছে
ওটাই তখন সাহস জোগায়
বন্ধু পাশে আছে।
© জয়শ্রী কর