লাটাই-ঘুড়ি
জয়শ্রী কর
ছুটির দিনে সবাই মা গো
বেড়াতে যায় দীঘা-পুরী
আমায় তুমি দাওনা কিনে
রঙিন সুতো-লাটাই-ঘুড়ি।
মাগো তুমি যেওনা ভুলে
বোনের জন্য আনবে কিনে
মাঞ্জাসুতো এনো না মা
খুবই খারাপ তৈরি চিনে।
মা এনেছে দুটো ঘুড়ি
দেখে খুশির ঝরনা ঝরে
বোনকে বলি তুই আগে নে
শুনেই হাসি ওর অধরে।
বিকেলবেলা যাব দু'জন
ওড়াবো ঘুড়ি খেলার মাঠে
সন্ধে হলে ফিরব ঘরে
যখন সূর্য যাবে পাটে।
মাঠ যেন কয় কানেকানে
যেয়ো নাকো আমায় ভুলে
'আসবো আবার কাল বিকেলে'
বলি হেঁকে দুহাত তুলে।
© জয়শ্রী কর