* লন্ডভন্ড
জয়শ্রী কর
রোষানলে ধরাশায়ী কাঁচা বাড়ি পাকা ধান
গৃহহীন পরিজন কিভাবে বাঁচাবে প্রাণ।
আকাশের পানে চায়
কৃষকেরা নিরুপায়
দুর্যোগের ঘনঘটা নাই কারও পরিত্রাণ।
জেলার প্রতিটি গ্রামে ক্ষতিগ্রস্ত কত চাষি
দুর্বিষহ যাতনায় উবে গেছে কবে হাসি।
ভয়াবহ পরিণতি
অপূরণীয় এ'ক্ষতি
ধান জলে, চাল নেই ঝড়বৃষ্টি সর্বনাশী।
বিবর্ণ মাঠের রূপ দিনমণি গেল পাটে
আলু-পেঁয়াজের দাম অগ্নিমূল্য সব হাটে।
তুলো নেই আর কাশে
ভরা মাঠ শ্যামা ঘাসে
চাষির কপালে ভাঁজ দুশ্চিন্তায় দিন কাটে।
কটা মাত্র শিষ শুধু তাই অধরা আনন্দ
আসে না হেঁশেল থেকে নবান্নের মধু গন্ধ।
প্রলয়ংকর তাণ্ডবে
ক্ষতিগ্রস্ত হলো সবে
শীতের সৌরভ নেই সকলের ভাগ্য মন্দ।