. লক্ষ্মীমেয়ে
জয়শ্রী কর
লক্ষ্মীমেয়ে বলবো কারে বুঝবো কেমন করে
বাইরে দেখি সুলক্ষণা অন্তরে বিষ ঝরে ।
মন্দ ভালোয় মেশামেশি হৃদয়ে দীপ জ্বলে
জমাট বরফ উষ্ণায়নে ঝরছে গলে গলে।
জীবন কাটে দুঃখসুখে ওতেই মন্দ ভালো
সত্যি যারা লক্ষ্মীমেয়ে ছড়ায় স্নিগ্ধ আলো।