* লাজুক লতা
জয়শ্রী কর
লাজুক লতা লজ্জাবতী
বুঝিনা তোর মতিগতি
দিনেও কেন ছোঁয়া পেলে ঝিমিয়ে পড়িস,
মূর্ছা লাগে ফুলের ঘায়ে
ব্যথা লাগে কোমল গায়ে
আবার তো তুই ক্ষণেক পরে জেগে উঠিস।
দেখ ওদিকে ওইতো কাছে
শিরীষ কেমন দাঁড়িয়ে আছে
পাতায় ফুলে জমে আছে স্নেহের পরশ,
ভোরে পাখির কুহু তানে
খুশির খবর আসে কানে
ছলকে ওঠে তখন ওদের কত হরষ।
একটু ছুঁলে ঝিমোস কেন
নতুন আসা বউড়ি যেন
নয়ন মেলে থাকনা রে তুই খুশি মনে,
ঝলমলিয়ে পড়ছে আলো
বেগুনি ফুল দেখতে ভালো
ফুলের শোভা ছড়িয়ে পড়ে এই ভুবনে।
শিরীষ দু'চোখ বন্ধ করে
ঘুমায় রাতে ওঠে ভোরে
সোনালি রোদ গায়ে মেখে কেমন দোলে,
গ্রীষ্মকালে গাছের তলায়
শীতল বাতাস সন্ধ্যাবেলায়
শুকনো পাতা ঝরে পড়ে ধরার কোলে।