ক্ষোভ বিক্ষোভ
জয়শ্রী কর

কেমন করে বাঁচবে মানুষ
হিংসা হানাহানি
পথে নেমে ক্ষোভ-বিক্ষোভ
জমছে মনে গ্লানি ।

রাস্তাজুড়ে মিটিং মিছিল
মানছে না কেউ নীতি
উবেই গেছে মানবতা
শান্তি, প্রেম ও প্রীতি।

উন্নয়নে ফাঁকি দিয়ে
আপন আখের গোছায়
মিষ্টিমধুর বুলি আউড়ে
জনতার কৃপা চায়।

দেশের সুদিন আসবে কবে
যদি না হয় সজাগ
এমনি করেই রাখবে দূরে
আসবে না অনুরাগ।

স্পষ্টবাদীর মুখে কুলুপ
করবে কে প্রতিবাদ
শহর গ্রামে একই চিত্র
করতে গেলেই বিবাদ।

© জয়শ্রী কর