* ক্ষমতার সন্ধান
ক্ষমতা জাহির ক'রে, করে মহা ভুল
সমূলে বিনাশ হবে ফুটবে না ফুল।
সংযত আচরণ
করে যদি আজীবন
মুকুলে ধরবে ফল পরান আকুল।
পিপীলিকা ছোটো প্রাণী নজর রাখুন
আগাম খবর পায় জোগায় অরুণ।
খাদ্য জোগাড় করে
সকলের অগোচরে
ঝড় ও বৃষ্টি হবে দেখুন, বুঝুন।
বাতাসে বেড়ায় উড়ে কত ভাইরাস
শরীরে প্রবেশ করে মাধ্যম শ্বাস।
কখন ঢুকেছে ঘরে
প্রাণীদের হাত ধরে
করোনা বুঝিয়ে দিল, জীবন বিনাশ।
ক্ষুদ্র তুচ্ছ নয় অনু-পরমাণু
হিরোশিমা নাগাসাকি হল নতজানু।
ক্ষুদ্র হলেও কাঁটা
ফুটলে কষ্ট হাঁটা
ওটাই ক্ষমতা ওর ব্যথা দিতে ঝানু।
#জয়শ্রী কর