কয়েকটি লান্দে
জয়শ্রী কর
ভালোবেসে দিলাম উপহার
কী ভেবে যে ফিরালো সে এ অপমান কার? ১
আপন ভাবলে আপন কি আর হয় ?
লুকিয়ে থাকে জিনের ভিতরে আসল পরিচয়। ২
গলার জোরে প্রতিপন্ন চোর
হায়রে কপাল কার কৃপাতে কাটবে ওদের ঘোর? ৩
ভালোমন্দে মিশ্রিত জীবন
কাজের মাঝে শান্তি আসে প্রফুল্ল রয় মন। ৪
তাইতো করি দিবারাত্র কাজ
মাটির প্রদীপ ঠাকুর গড়ায় ব্যস্ত আছি আজ। ৫