* কতদিনের চেনা
জয়শ্রী কর
মাথায় এখন টাক পড়েছে চোয়ালভরা দাড়ি
আপন কাজে ব্যস্ত থাকে জ্ঞানের অধিকারী।
মেধাশক্তি প্রখর তাঁর যায় না কিছু ভুলে
নিরব থেকে শ্রবণ করে চক্ষুকর্ণ খুলে।
লক্ষ্যনজর সবার দিকে যত্ন পরিপাটি
রাস্তা হাঁটে সজাগ হয়ে দেখে কোথায় মাটি।
স্বল্পভাষী নিরভিমান ভাবনা মনে মনে
নানান ফুলে গাঁথে মালা ছন্দ মাত্রা গনে।
বইয়ের পাতায় চক্ষু রেখে কেবল পড়া পড়া
ডাকলে পরে পাই না সাড়া তখন লিখে ছড়া।
ছন্দ ছড়ায় রেঙে ওঠে আশার আলো পেয়ে
নির্জনেতে ভাসায় সে সুর গুনগুনিয়ে গেয়ে।
উদয় হওয়া ভাবনাগুলো প্রকাশ লেখার খাতায়
টাইপ করে গুছিয়ে রাখে কম্পিউটারের পাতায়।