কোথায় অবসর
জয়শ্রী কর

প্রাণী মাত্রই কর্মব্যস্ত
নেইকো অবসর
এই সমাজের কোনও মানুষ
নয়কো স্বনির্ভর।

যে যার পেশায় যুক্ত থাকে
বৈচিত্র্যে ভরপুর
পশুপাখি কীটপতঙ্গের
পথ নয় বন্ধুর।

চাকরিজীবন শেষ হলেও
স্থির নয় সাম্পান
কাজকর্ম চলতে থাকে
হয় না অবসান ।

ঘুমিয়ে গেলে পাই অবসর
স্বপ্নে হই বিভোর
জেগে দেখি আলোর ছটা
কখন হল ভোর ।

এমনি করেই দিন গুজরান
প্রহর গুনি আজ
প্রদীপের তেল ফুরিয়ে এল
বাকি অনেক কাজ।

© জয়শ্রী কর