কষ্টের জীবন
জয়শ্রী কর
একটুখানি ওমের আশায় খুঁজে বেড়ায় রোদ
পাতলা জামায় হিমের প্রতাপ হয় না প্রতিরোধ।
পেটের দায়ে বাবুর বাড়ির ধরেছে এই কাজ
গরম পোশাক কে জোগাবে তাইতো এমন সাজ।
সকাল থেকে সাঁঝ অবধি কাজের ভীষণ চাপ
সূর্য যখন অস্তগামী মিলবে কোথায় তাপ।
সকাল সকাল মা ও মেয়ে দুজন কাজে যায়
পরা শাড়ির আঁচলটুকু দুই দুখিনির গা'য়।
হিমেল হাওয়ায় জবুথবু পৌষ-মাঘে বিপদ
হাজিরা যে দিতেই হবে নইলে মাইনা রদ।
কষ্টে ভরা ওদের যাপন রোখার সাধ্য কার
লড়াই করে বাঁচতে হবে তবেই পাবে পার।
দিনের শেষে ঘরে ফিরে ভাবে অনুক্ষণ
এভাবেই কি ফুরিয়ে যাবে মনুষ্য জীবন?