কোরবানি
জয়শ্রী কর

খোকা মাকে প্রশ্ন করে
কেন হয় কোরবানি?
রোজই কোরান নমাজ পড়ি
জীবহত্যা পাপ জানি।

খুশির দিনে মন্ডা মিঠাই
দাওনা সবার হাতে,
হিংসা বিভেদ ভুলে গিয়ে
মাতব সবার সাথে।

সূর্য হাসে চন্দ্র হাসে
হাসে তো মৌটুসী,
মিষ্টি সুরে গাইছে পাখি
শুনে আমরা খুশি।

ইদুজ্জোহায় কোরবানি দেয়
না দিলে কী হতো?
জীবনযাপন করুক ধরায়
ওরাও আমার মতো।

এসব দেখে মা গো আমার
মনটা কেমন করে,
ধর্মীয় সব নিয়ম নীতি
দেখে অশ্রু ঝরে।

© জয়শ্রী কর