কন্যাসন্তান
জয়শ্রী কর

কন্যাভ্রূণ অকালে যায় ঝরে
পৃথিবীর আলো তাঁরা দেখবে কেমন করে।

নারীরা কি মৃত্তিকার ঢেলা
বানের জলে ভেসে আসে, তাই হেলাফেলা?

অবহেলার পাত্রী ওরা নয়
দেশ-বিদেশের নানা খেলায় ছিনিয়ে আনে জয়।

কী না পারে এখনকার মেয়ে
হিমালয় উঠতে পারে নগের গা বেয়ে।

কন্যাসন্তান হলেই মুখটি ভার
পলে পলে ঘরে-বাইরে লাঞ্ছনার শিকার।

মা বোনেদের করছে অসম্মান
পৃথিবীতে তাঁরাও কোনো জননীর সন্তান।

অষ্টমীতে দেবী সাজে সে
তাদের খবর রাখে না কেউ এই পোড়া দেশে।

মৃণ্ময়ী মা'র ষষ্ঠীতে বোধন
জন্মদাত্রী মা জননীর জলভরা নয়ন।