কল্যাণময়ী মা
জয়শ্রী কর
ছোট্টো দুজন হিরের কণা
খাইয়ে দিত ভাত
কোলের কাছে শুইয়ে নিতে
হতো মায়ের রাত।
রান্নাঘরে পড়ত ওরা
পাশে সিলেট বই
লিখত ওরা অ-আ-ক-খ
করতো না হইচই।
খেলত বসে খেলনা নিয়ে
ওরা দুজন রোজ
পুতুলসোনার বিয়ে যেদিন
সেদিন মহাভোজ।
গোয়ালভরা গরু বাছুর
আনত কেটে ঘাস
ধানের গোলা উঠত ভরে
হতো সবজি চাষ।
ফুটত সারা বাগানজুড়ে
কত রকম ফুল
মালা গেঁথে নাচের দিনে
আঁচড়ে দিত চুল।
বিকেল হলে বসত আসর
গাইত বসে গান
দারুণ মজায় কাটত বেলা
জুড়িয়ে যেত প্রাণ।
যা শিখেছি যা জেনেছি
সব অবদান মা'র
মা নেই ঘরে তাইতো আমি
পাই না দেখা আর।