*কখন মিলল ডানা*
জয়শ্রী কর
বর্ষা-দিনে মারছে উঁকি
পুরোনো সব স্মৃতি
মেঘবালিকার কন্ঠে শুনি
অপূর্ব এক গীতি।
কত রঙিন স্বপ্ন দিয়ে
জীবন গড়ে তোলা
দুপুরবেলা বিজন ঘরে
স্মৃতিরা দেয় দোলা।
মুনু-বাবু-ঝুলুর হাতে
বলতো কথা তুলি
খুশির আলো ছড়িয়ে দিত
কেমন করে ভুলি।
ওদের সাথে কাটতো বেলা
গল্প কথা গানে
রূপকথা নয় সত্যি এসব
তাকাই পিছন পানে।
স্নেহ-আদর-ভালোবাসার
প্রবাহ একটানা
কখন যেন মিলল ডানা
ছোট্টো তিনটি ছানা।