কবি-প্রণাম
জয়শ্রী কর
বাধাবিঘ্ন তুচ্ছ করে
লিখে গেছেন কবি
তাঁরই কথার ছন্দ গানে
আঁকছি কত ছবি।
সাকার হয়ে উচ্চশিরে
দাঁড়িয়ে থাকেন একা
যেন তিনি মগ্ন ধ্যানে
টানেন রূপরেখা।
হিমশৈল পাহাড়চূড়ে
কলম হাতে তুলি
আপন মনে লেখেন কবি
হৃদয়দুয়ার খুলি।
জীবন আমার জুড়িয়ে গেল
মধুর বাণী শুনে
তাইতো রোজই লিখতে বসি
মাত্রা গুনে গুনে।
কণ্ঠে খেলে পঞ্চমে সুর
কবির লেখা গানে
তানপুরাতে সুরটি বাঁধি
পরম তৃপ্তি প্রাণে ।
কবির হাতের একতারাতে
মধুর ধ্বনি বাজে
বোশেখ মাসে জন্মদিনে
সাজাই নব সাজে।
© জয়শ্রী কর