বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পুণ্য জন্মদিনে আমার শ্রদ্ধার্ঘ্য --
##জয়শ্রী কর##
কবি নজরুল
ভারতমাতার বীর সন্তান
যায় না ভোলা তাঁর অবদান
শান্তিপ্রিয় কবি,
চোখে যেন জ্বলছে তারা
কবি বিবশ আত্মহারা
স্থবির প্রতিচ্ছবি।
লেখনীতে বিষের বাঁশি
ভোলেনি তা ভারতবাসী
প্রাণের পরশ গানে,
শান্তিপূর্ণ হোক অবনি
হিন্দু-মুসলিম নয়নমণি
আহ্বান সসম্মানে।
প্রস্ফুটিত স্মৃতির মাঝে
অগ্নিবীণা আজও বাজে
পুড়ুক আবর্জনা,
কোরানশরিফ উপদেশ দান
সৌভ্রাতৃত্ব করে মহান
কবি উদারমনা।
ভাবতরঙ্গে আঘাত হানি
মিষ্টি মধুর প্রেমের বাণী
বাতাসে গান শুনি,
কলম ছিল খুব ক্ষুরধার
আকাশজুড়ে দীপ্তি তোমার
উত্তর ফাল্গুনী।
তুমি চির-বিদ্রোহী-বীর
পাহাড়সম উন্নত শির
হাতে বাঁশের বাঁশি,
সোনার বাংলা, বাংলা ভাষা
কত আশা ভালোবাসা
আত্মা অবিনাশী।
বিশ্ব কবি, নজরুল ইসলাম
জানাই আজি শ্রদ্ধা সেলাম
ভাসাই গানের তরি,
রবি-নজরুল মহান কবি
চিত্তে আঁকা জোড়া ছবি
আজই স্মরণ করি।