* খ্যাপা শ্রাবণ
জয়শ্রী কর
সকাল থেকে আকাশজুড়ে মেঘপরিদের মেলা
পাতার ওপর একটু জলে টুনটুনিদের খেলা।
বুলবুলি কাক পাতার আড়ে
ওরা আমার নজর কাড়ে
নালার জলে যাচ্ছে ছুটে নেদুস পুঁটি চেলা
ওদের কার্যকলাপ দেখে কাটে আমার বেলা।
টিনের চালে টাপুরটুপুর যেন নূপুর বাজে
মাঠে এবার জল জমেছে ব্যস্ত চাষি কাজে।
ধানের চারা পোঁতা হবে
স্বস্তি পাবে কৃষক তবে
বৃষ্টিতে আজ এত বাসন কেমন করে মাজে
হাতের বাসন পড়ল কাদায় হড়কে গেল পা যে।
গোয়ালঘরে বন্দি গরু হাম্বা হাম্বা ডাকে
দুআঁটি খড় কেবা দেবে এমন দুর্বিপাকে।
পৌঁছে গেল কানে ও'ডাক
বঁটিতে বউ কাটছিলো শাক
কাছেপিঠে শাশুড়ি নেই বলবে সে বা কাকে
রান্না ছেড়ে অগত্যা তাই যেতেই হলো তাঁকে।
ঝিরিঝিরি বৃষ্টি পেয়ে বাড়ছে ধানের চারা
ব্যাঙেরা কি চুপ করে রয় ওরা আত্মহারা।
পেট ফুলিয়ে ডাকছে ওরা
ঘাপটি মেরে ছিল ধোঁড়া
থেমে গেল গ্যাঙর গ্যাঙর পেয়ে পায়ের সাড়া
খপাত করে ধরল ধোঁড়া ব্যাঙটি পড়ে মারা।
হঠাৎ বৃষ্টি গেল থেমে ফুটল রবির আলো
ক্ষ্যাপা শ্রাবণ যাচ্ছে ফিরে মেঘ ছিল জমকালো।
ভরবে ভুবন গানে গানে
জাগবে আশা নবীন প্রাণে
শরৎরানি বলে, 'এবার কালোর যাওয়াই ভালো'
'ঠিক আছে ভাই নিচ্ছি বিদায়, হর্ষরাশি ঢালো।