খুশির উড়ান
খুশির উড়ান নামল এসে
ভরিয়ে দিল ঝুলি
বাচ্চা বুড়ো নবীন-প্রবীণ
সবার কাছে খুলি।
মিষ্টি হাওয়া জানালা দিয়ে
দেখি কদম গাছে
মৌচাকে সব মৌমাছিরা
জটলা করে নাচে।
দেখে হঠাৎ ইচ্ছে হল
অল্প কিছু লিখি
ওরা তো বেশ সুর তুলেছে
কেমন করে শিখি।
সঙ্গীসাথি গাছের ডালে
আঁকছে নতুন ছবি
তাইতো আমি স্বপ্ন দেখি
প্রাণের ঠাকুর রবি।
@জয়শ্রী কর