খুশির ভুবন
অনেককিছু বুঝতে পারি চলি না সব মেনে
ইচ্ছে্মতো চলি এখন নতুন কিছু জেনে।
দুঃখের কথা শুনি সবই অন্তরে পাই ব্যথা
চক্ষু বুজে নীরব থাকি গোপন ওসব কথা।
সময় মতো লিখতে বসি বেড়াতে যাই মাঠে
কীটপতঙ্গ পাখি দেখে কিছু সময় কাটে।
পথে ঘুরে পথকে চিনি পথই আমার গুরু
সঙ্গে তিনি থাকেন সদা স্মরণ করে শুরু।
গাইতে পারি, তবলা বাজাই গিটারে সুর তুলি
প্রশান্তি পাই এসব করে খুশির দোলায় দুলি।
চোখের পাতায় ঢেউ খেলে যায় কত স্বপ্ন আঁকি
বইয়ের পাতায় রসদ খুঁজে বেশ আনন্দে থাকি।
কাজের মধ্যে ডুবে থাকি সর্বদা ব্যস্ততা
সৃষ্টিমাঝে খুঁজে বেড়াই বাঁচার সার্থকতা।
তাঁরই স্নেহ সোহাগ মেখে জীবন গড়ে তুলি
সমাজসেবায় লিপ্ত থেকে যত দুঃখ ভুলি।
@ জয়শ্রী কর