*##জয়শ্রী কর##
খুকুর প্রশ্ন
সকালবেলা উঠে খুকু
প্রশ্ন করে
ভূতের ছানা কেমন করে
ঢুকলো ঘরে?
গাছের ডালে থাকে জানি
রাতেরবেলা
নাকি সুরে গান ধরে সব
জমায় মেলা।
ভূতের ভয় তো দেখাও তুমি
অন্ধকারে
ঘুমের ঘোরে তাইতো দেখি
টুসকি মারে।
তুমি তো নেই বিছানাতে
চমকে উঠি
ভূতের ভয় যাচ্ছি ঘেমে
স্বপ্নে ছুটি।
ভূত বলে কী আছে কিছু
শুধায় মা কে
নারে খুকু, মিথ্যা কথা
বোঝায় তাকে।