খোকনের হাসি
জয়শ্রী কর
রোদ-ঝলমল দিঘির বুকে শাপলা-শালুক ফোটে
শাপলা ফুলের হাসি দেখে মৌমাছিরা জোটে।
এক পা তুলে বক দাঁড়িয়ে আসে মাছের আশে
পদ্মপাতায় শিশিরবিন্দু মুক্তা হয়ে হাসে।
তাইনা দেখে খোকনসোনার চোখ চকচক করে
কখন এসে তুলবে শালুক আনন্দ না ধরে ।
আদেশ হলেই ছুট্টে গিয়ে একলা তুলে আনে
ডাঁটাগুলো মা কে দিয়ে ফুলকে বুকে টানে।
খোকন সোনার দুই নয়নে কত স্বপ্ন আঁকা
নজর কাড়ে শাপলা-শালুক মিলবে দুটো টাকা।
ভয় লাগে না একটুও তাঁর একাই নামে জলে
দুহাত ভরে শাপলা তুলে বাড়ির পথে চলে।
© জয়শ্রী কর