খোকার প্রশ্ন
জয়শ্রী কর
খোকা মাকে প্রশ্ন করে প্রজাপতির কোথায় বাসা
ইচ্ছে হলে ওড়ে ওরা কেউ কি বোঝে ওদের ভাষা?
তেপান্তরের মাঠ পেরিয়ে আকাশপথে দিচ্ছে হানা
হাওয়ার বেগে উড়ছে ওরা মেলে রঙিন দুটি ডানা।
রংবাহারি নানা রকম মিষ্টি রঙিন ফুলের বনে
উড়ে উড়ে করছে খেলা বসে মধুর অন্বেষণে।
আজ এখানে কাল ওখানে পাড়ি জমায় নতুন দেশে
ফুলকলিদের হৃদয় ছুঁয়ে নিচ্ছে মধু ভালোবেসে।
দিন ফুরোলে সন্ধ্যা হলে কোন দেশেতে যায় যে উড়ে
জানো কি মা ওদের বাসা উড়ছে বুঝি অচিনপুরে।
কে যে কখন ওদের পাখায় রঙ তুলিতে ছবি আঁকে
কোথায় থাকে প্রজাপতি দেখতে যাবে, শুধায় মাকে।
নেচে নেচে কেমন ওরা আনন্দ দেয় সবার মনে
সকাল হলেই বেরিয়ে পড়ে ফুলের মধু আহরণে।