খোকনসোনা ঠিক দুপুরে
কাটছে সাঁতার মাঝ-পুকুরে।
মারল গুঁতো বোয়ালছানা
দেখতে পেলেই দিচ্ছে হানা। ১
***
রবির কিরণ পড়ছে জলে
মাছের খেলা জলের তলে।
ভুবন হাসে সাতসকালে
মাকড়সা জাল বুনছে ডালে।২
***
এবার দিদার করুণ দশা
পৌষালী হিম মারছে কশা।
উলের পোশাক গায়ে দিয়ে
জপে ব্যস্ত মালা নিয়ে। ৩
***
খালে বিলে সন্ধে হলে
বিন্দু বিন্দু জোনাক জ্বলে।
জমা জলে মশার বাসা
টিয়া পাখির রংটা খাসা। ৪
***
বর্ষা হলে ভর্তি ডোবা
ব্যাঙের হর্ষ রয় না বোবা।
বৃষ্টিভেজা হাঁচি কাশি
উদবিড়ালের মিষ্টি হাসি। ৫
***
পাঁচশো হাজার টাকা নিয়ে
বিশাল লাইন ব্যাংকে গিয়ে।
এটিএম এর ভিতরে ফাঁকা
রিজার্ভ ব্যাংকে শূন্য টাকা।৬