জাগলি কখন ডাকলি না তো
কে পরাল শাড়ি?
মানিয়েছে দারুণ তোকে
কে বলে আনাড়ি।
রাতে যখন দেখি তোকে
তখন ছিলি কুঁড়ি
বাদামি রং একটু ছিল
করল কে তা চুরি?
মাখলি কি তুই নিজে নিজে
মুখে গলায় পেটে
সাতসকালে এত হলুদ
কে দিল রে বেটে?
এলামাণ্ডা মেজাজ ঠান্ডা
আমার কথায় হাসে
ও' তো ভালো করেই জানে
সবাই ভালবাসে।