. কাজি নজরুল ইসলাম
জয়শ্রী কর
টুকটুকে লাল নতুন সূর্য সবুজ পাতার ফাঁকে
মেঘের মাথায় সোনার টোপর
কে বেঁধেছে ওখানে ঘর
মেঘপরিরা উড়ে উড়ে
হারিয়ে গেল কোন সূদূরে
এপার-ওপার দুই বাংলায় কোকিল কুহু ডাকে।
কবির খ্যাতি ছড়িয়ে পড়ে দ্রুত প্রবল বেগে
দোলনচাঁপা, বিষের বাঁশি
পড়ে মুগ্ধ ভারতবাসী
এক হাতে তাঁর অগ্নিবীণা
জাগরণ ও সাম্য বিনা
হয় না দেশের মুক্তি, বিকাশ হবে না ভিখ মেগে।
সংঘবদ্ধ হয়ে আঘাত হানো সবার আগে
বজ্রকঠিন, প্রেমপূজারি
অক্ষরে তাঁর হুকুম জারি
বজ্রকন্ঠে আহ্বান কবির
ঝাঁপিয়ে পড়ো, কেন স্থবির
সব জড়তা দূর হটে যায় কবিই অগ্রভাগে।