# কাঠকুড়ুনি
জয়শ্রী কর
কাঠকুড়ুনি কাঠ কুড়িয়ে পেটের জোগাড় করে
রোজ না গেলে জীবন অচল খঞ্জ স্বামী ঘরে।
বোঝা নিয়ে ভিজে ভিজে
মাথায় করে আনে নিজে
এত শ্রমের পরেও তার প্রেমের সুধা ঝরে।
প্রভাত হবার অনেক আগে দুঃখীর নিদ্রা টুটে।
কাঠের জোগাড় করে ও' যে অনেক খেটেখুটে।
ক্লিষ্ট মুখের মোহিল হাসি
যেন শিউলি ফুলের রাশি
বনের পথে কাঁটা ছিল কখন গেছে ফুটে।
খালের ধারে ওই অরণ্যে যায় না কেহই একা
বনের পথে চরণ চিহ্ন আবছা কিছু রেখা।
কাঠকুড়ুনির দুঃখ কত
লুকিয়ে রাখে আপন ক্ষত
অতটা পথ একাই ফিরে পায় না কারও দেখা।