ব্যথার পাহাড় অন্তরালে
ভাবছো তুমি কাঁদছ একা
দেখছ যাদের মুচকি হাসি
বক্ষজুড়ে কান্না লেখা।
ভাবছ তুমি হারিয়ে গেছ
হারায় না কেউ এইতো কাছে
তোমার আদর আষ্টেপৃষ্টে
লতার মতো জড়িয়ে আছে।
অনাদরের মাঝেও তুমি
বেশ তো আছ নিন্দা হয়ে
তারার আলো পড়ছে গায়ে
রও-না মা গো মন্দ হয়ে।
যাদের জন্য কাতর তুমি
চায় না তাঁরা আর তোমারে
এই পৃথিবী তোমার পাশে
তুমিও আছ তার মাঝারে।
মাগো তুমি মা-ই শুধু
তুল্য কোথা এই ভুবনে
হৃদয়জুড়ে তোমার ছবি
ঘরে-বাইরে বিজন বনে।
@ জয়শ্রী কর