কালপুরুষ
জয়শ্রী কর
রাত-আকাশে খালি চোখে
কালপুরূষের মিলবে দেখা
রণংদেহি মূর্তিটি তাঁর
দাঁড়িয়ে থাকে একা একা।
আকাশজুড়ে তারার মেলায়
সবার আগে নজর কাড়ে
কল্পনাতে আঁকা ছবি
মিলিয়ে দেখে বারেবারে।
যোদ্ধা-বেশে বাঁ হাতে ঢাল
একেবারে মানব-আকার
কটিবন্ধ থেকে ঝোলে
খাপে ঢাকা এক তলোয়ার।
বিশাল তারা বাম পায়ে তাঁর
অতি উজ্জ্বল বাণরাজা নাম
রবির চেয়েও অনেক বড়
মুখে মুখে ছড়ায় সুনাম।
কালপুরুষের উজ্জ্বলতা
বাড়বাড়ন্ত আঁধার রাতে
খুব সহজে চিনতে পারি
চিত হয়ে শুই যখন ছাতে।