. কল্লোলিনী আষাঢ়
কাটেনি আঁধার বন্ধ দুয়ার
আকাশের মুখ ভারী
বিজুলি চমক সজোরে ধমক
মায়ের সমন জারি।
ঝরোঝরো ঝরে আছি বসে ঘরে
আষাঢ়ে প্রভাতবেলা
ছোটো বোন খুকু সাথে দাদা রুকু
নৌকা ভাসায় মেলা।
টুপটুপ পানি করে কানাকানি
যেন বাজে শিঞ্জিনী
প্রীতিবন্ধন ভরে দেয় মন
আষাঢ় কল্লোলিনী।
প্রাণখুলে গান মিলনের টান
বেজে ওঠে কার বাঁশি
পৃথিবীতে আসা শুধু ভালোবাসা
কিছুদিন পাশাপাশি।
@ জয়শ্রী কর