কালের খেয়া এলেই যাব
জয়শ্রী কর
কালের খেয়া ভেড়ে কখন ঘাটে
দিন গুনছি আমি ভবের হাটে
সারাটাদিন কীভাবে যায় চলে
রাত্রি কাটে নীরব আঁখিজলে।
স্বপ্ন নিয়ে বাঁধি সুখের ঘর
চোখ বুজলে সকলে হয় পর।
জড়িয়ে থাকে আদর-স্নেহ-মায়া
এক নিমেষে কায়াবিহীন ছায়া।
মনের কথা মনেই রেখে বাঁচি
সবার সাথে দুহাত তুলে নাচি।
আমার বলে নেইকো কিছু ভবে
মাটির টানে পথ চলতে হবে।
যখন এসে ডাকবে চলে আয়
সব ছেড়ে যে যেতেই হবে হায়।
কোনো কথাই ঢুকবে না তো কানে
জায়গা হলে হাতটি ধরে টানে।
আমি নীরব সরব যারা সাথে
শেষযাত্রা দিনে কিংবা রাতে।
সাঙ্গ হবে আমার লীলাখেলা
এবার যাব ভেলাতেই একেলা।
© জয়শ্রী কর