ফলক দেখে যাবে চেনা
মৃত্যুকে ভয় পায় না ওরা
ওরা মায়ের দামাল ছেলে
গুঁড়িয়ে দেবে বাধার প্রাচীর
লড়াই করার সুযোগ পেলে।
লুটেপুটে খাচ্ছিল বেশ
পাকিস্তানের দুষ্ট শাসক
সহ্য করা হবে না আর
বাঙালিদের সম্পদ হক।
শেখ মুজিবের উদাত্ত ডাক
এ' আমাদের মুক্তিযুদ্ধ
স্বাধীনতা চাই আমাদের
ওদের রাস্তা ক'রব রুদ্ধ।
রক্তক্ষয়ী ও'সংগ্রামে
জীবনহানি তিরিশ লক্ষ
দেশের মাটি রক্তে ভেজা
বিদীর্ণ হয় মাতৃবক্ষ।
মুক্তিযুদ্ধে শামিল যারা
তাঁরা সবাই মুক্তিসেনা
সবার নামে জয়ধ্বনি
ফলক দেখে যাবেই চেনা।
@জয়শ্রী কর