কচুরিপানা
জয়শ্রী কর

খাল বিল জলাশয়
কচুরিপানায় ভরা
হালকা বেগুনি ফুল
তুলতুলে মনোহরা।

প্রকৃতিতে বেড়ে ওঠে
ওরা আপন খেয়ালে
সার হিসাবে চাষিরা
চাষের জমিতে ঢালে।

খুব তাড়াতাড়ি ওরা
বংশবৃদ্ধি করে
জল কোথা শুধু পানা
আসে সবার গোচরে।