কাচ

মন যদি হয় স্বচ্ছ কাচের মতো
ঝুরুঝুরু ঝরে শেফালিকা অবিরত।
টগবগ করে ছুটবে তখন ঘোড়া
প্রজাপতি ওড়ে উদ্যানে জোড়া জোড়া।

আয়না

আরশিতে দেখি নিজেই নিজের মুখ
ময়লা থাকলে মেলে না কখনো সুখ।
পূর্ণিমা চাঁদ পোড়া রুটিটার মতো
জোছনাকে নিয়ে কবির কবিতা কতো।

@জয়শ্রী কর