*   ##জয়শ্রী কর##
       কাব্য কণিকা

            এক
  মাগো তুমি লহ প্রণাম
অন্ধজনে দিয়ো আলো
জপি আমি তোমার নাম।

            দুই
সত্যের পথ রাখি ধরে
মিথ্যারে করি বিসর্জন
আঁধার ঠিক যাবে সরে।