কান চুরি
জয়শ্রী কর
কী গিয়েছে রাজাবাবুর
কী গিয়েছে চুরি?
কান কেটেছে! কে কেটেছে
কোথায় পেল ছুরি ?
কান কেটেছে একটা চিলে
তমসাময় রাতে,
সাথেসাথেই নিদ্রা টুটে
তাজা রক্ত গা'তে!
জেগে উঠলো রাজপরিবার
কত সৈন্য এল,
লাঠি সড়কি নিয়ে তাঁরা
চিলের খোঁজে গেল।
চিলটা ছিল তেঁতুলগাছে
ভয় পেয়ে যায় দেখে,
ঝটপটিয়ে উড়াল দিল
কানটা গাছে রেখে।
কান নামাল একটা সেনা
আনল যত্ন করে,
কাটা কানটা ফেরত পেয়ে
রাজার খুশি ঝরে।
© জয়শ্রী কর