জ্যোৎস্নারাতে নৌকাতে
জয়শ্রী কর

প্রেমনদীতে ঢেউ উঠেছে
যাচ্ছে রবি পাটে
হিয়ার মাঝে পুলক জাগে
নৌকা বাঁধা ঘাটে

চলছে ভেসে নৌকাখানি
নাগর ধরে হাল
বিদায়কালে কার তুলিতে
আকাশ লালে লাল?

সুদূরপানে তাকিয়ে আছি
খুশিতে মন ভরে
নাচের তালে তরির গায়ে
ঢেউ লুটিয়ে পড়ে।

আকাশতলে কত পাহাড়
ঘন সবুজ বন
চাঁদ উঠেছে পুব গগনে
পাশেই প্রিয়জন।

বাঁধনহারা জ্যোৎস্নারাতে
হৃদয়ে দীপ জ্বেলে
নদীর বুকে চলছি গেয়ে
আমি পরান ঢেলে।

© জয়শ্রী কর