##জয়শ্রী কর##
জোড়া ফুল
বোঁটা এক কুড়ি দুই
যেন ফোটা ফুল
তুলতুলে কচি হাত
মাথা ভরা চুল।
গোলাপের মতো ঠোঁটে
হাসি অনাবিল
টোল পড়ে গালে গালে
চোখে পড়ে মিল।
গায়েতে হলুদ ফ্রক
মানিয়েছে ভালো
দুটি বোন বসে আছে
ধরা করে আলো।
নিষ্পাপ কত ওরা
ভারী শোভাময়
স্বর্গীয় হাসি দিয়ে
মন করে জয়।