।জোনাকি
জয়শ্রী কর

আঁধার রাতে জোনাকিরা দেখিয়ে দিলো দিশা
পেটের নীচে দীপ জ্বালিয়ে কাটায় অমানিশা।
গাছগাছালি লতাপাতায় ওড়ে পুকুরধারে
তারার মতো ঝিকিমিকি রাতের অন্ধকারে।

রাসায়নিক লুসিফারিন দ্যুতি ছড়ায় গা'তে
ওদের দেখে রূপসিরা চিনতে পারে যাতে ।
একই ছন্দে জ্বলে নিভে উড়ছে জোড়া জোড়া
জীবনসাথি বেছে নেবে অবলীলায় ওরা ।

জোনাকির ওই আলোই হল মনের গুপ্ত ভাষা
ভাববিনিময় ক'রে ওরা জানায় ভালোবাসা ।
লম্ফ জ্বেলে পেতনি আসে নয় রে জোনাকপোকা
ভয় দেখিয়ে মধ্যরাতে মা বানাত বোকা ।

ঠামি বলত ডাকাত ওরা মশালের ওই আলো
অস্ত্র নিয়ে ঘুরে বেড়ায় চেহারা জমকালো।
এক জায়গায় স্থির থাকে না আস্তানা জঙ্গলে
রাত একটু গভীর হলে  আসবে দলে দলে।

বাবুইবাসা আলো করে জোনাক পোকা রাতে
সন্ধ্যা নামার আগেই ধরে গোবরে আটকাতে।
পোকামাকড় লার্ভা খেয়ে জীবন ধারণ করে
ঝিকিমিকি আলোয় যেন রূপের ঝরনা ঝরে।